মুজিব বর্ষ উদযাপনে বিমসটেকের একাত্মতা প্রকাশ

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 06:10:59

ঢাকাস্থ বিমসটেক সচিবালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে গুলশানে অবস্থিত বিমসটেক সচিবালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের একটি ব্যানার উন্মোচন করা হয়। ব্যানারটি মুজিব বর্ষের শুরু থেকে শেষ পর্যন্ত প্রদর্শিত হবে।

বিমসটেকের সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম ব্যানারটি উন্মোচন করেন। এ সময় বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার ও নেপাল থেকে নিযুক্ত পরিচালকবৃন্দ এবং বিমসটেক সচিবালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে বলেন, যিনি এ অঞ্চলের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতাকে উৎসাহিত করেছিলেন।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগরকে ঘিরে যে সাতটি দেশকে নিয়ে গঠিত বিমসটেক সংস্থাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আঞ্চলিক সহযোগিতা সম্পর্কিত চিন্তা-ধারাকে প্রতিফলিত করে।

এ সম্পর্কিত আরও খবর