করোনায় নতুন আক্রান্তরা ইতালি প্রবাসীর স্ত্রী ও সন্তান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-17 22:24:47

করোনাভাইরাসে (কোভিড ১৯) দেশে নতুন করে যে তিনজন আক্রান্ত হয়েছেন তারা ইতালি ফেরত এক প্রবাসীর স্ত্রী ও তার দুই শিশু সন্তান।

সোমবার (১৬ মার্চ) দুপুরে করোনাভাইরাস নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন করে করোনাভাইরাসে যে তিনজন আক্রান্ত হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন এক ইতালি প্রবাসীর স্ত্রী ও তার দুই শিশু সন্তান।

সেব্রিনা ফ্লোরা বলেন, এ পর্যন্ত দেশে আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন আজকের তিনজন নিয়ে মোট পাঁচজন রোগী।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর জানিয়েছেন, ইতালি ফেরত এক প্রবাসীর শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছিল। যারা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এরা ওই  ইতালি প্রবাসীর স্ত্রী ও তার দুই শিশু সন্তান।

এ সম্পর্কিত আরও খবর