‘এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 16:19:23

করোনাভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা শুরু হতে যেহেতু আরও অনেক সময় আছে তাই এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষা কাছাকাছি সময় আসলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কোচিং সেন্টারগুলোও বন্ধ থাকবে। স্কুল বন্ধ থাকাবস্থায় শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করবে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৫১৬ জন প্রাণ হারিয়েছে। এছাড়া ৭৭ হাজার ৭৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। শুধু চীনেই ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬০, দেশটিতে মারা গেছে ৩ হাজার ২১৩ জন।

এ সম্পর্কিত আরও খবর