বিদেশ থেকে আসা সবাই নজরদারিতে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-16 09:57:48

দেশের বাইরে থেকে যারা এসেছেন তাদের সবাইকে নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

রোববার (১৫ মার্চ) দুপুরে মহাখালীর আইইডিসিআর ভবনে কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক পরিস্থিত নিয়ে প্রেস বিজ্ঞপ্তির সময় এ কথা জানান তিনি।

তিনি বলেন, আক্রান্ত দেশ বা বিদেশ থেকে যারা আসবে তাদের সবাইকে নজরদারিতে রাখা হবে। প্রশাসন, স্থানীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয় প্রতিনিধিরা তাদের ওপর নজরে রাখবেন। তারা কোনো নিয়ম না মানলে তাদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো আপোষ করা হবে না।

তিনি আরও বলেন, হোম সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইনে) যারা রয়েছেন তাদের প্রতিবেশী অনেকে ফোন করে আমাদের তাদের তথ্য দিচ্ছেন। আমরা মিডিয়া থেকেও অনেক তথ্য পাচ্ছি। যারা নিয়ম মানবে না তাদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ইতালি থেকে আসা সবাইকে বাড়িতে সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইনে) থাকার নির্দেশ দিয়েছেন আইইডিসিআর'র পরিচালক। বাড়িতে সঙ্গরোধই উত্তম ব্যবস্থাই সর্বোচ্চ উত্তম ব্যবস্থা বলেও জানান তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, গতকাল ও আজ যারা ইতালি থেকে এসেছেন তাদেরকে প্রশাসনে সহযোগিতায় বাড়ীতে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও খবর