ভিসার মেয়াদ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: আইইডিসিআর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-10 21:31:10

শ্রমিকদের ভিসা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। বিভিন্ন দূতাবাসের সঙ্গে কথা হয়েছে ভিসা বা ওয়ার্ক পারমিট থাকার পরও যারা যেতে পারছেন না তাদের ভিসা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো হবে।

শুক্রবার (১৩ মার্চ) আইইডিসিআর এর অডিটোরিয়ামে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে করা সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব কথা জানান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে আমাদের কথা হয়েছে। ফ্লাইট বন্ধ ও করোনাভাইরাসের জন্য ভিসা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো হবে। শ্রমিকদের ভিসা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যারা মধ্যপ্রাচ্যে কাজ করেন সেইসব ভাইবোনদের জানাচ্ছি, পররাষ্ট্রমন্ত্রণালয় গতকাল মধ্যপ্রাচ্যে রাষ্ট্রদূতসহ সেসব প্রতিনিধি আছেন তাদের সঙ্গে কথা বলেছেন।সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে কোন ধরনের স্বাস্থ্য সনদের দরকার নেই।

এ সম্পর্কিত আরও খবর