সংসদের দক্ষিণ প্লাজায় রহিম উদ্দিন ভরসার জানাজা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 04:12:40

বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শিল্পপতি রহিম উদ্দিন ভরসার প্রথম নামাজের জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) তার প্রথম নামাজের জানাজা শেষে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

রহিম উদ্দিন ভরসা ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়নে রংপুর -১০ (বর্তমানে রংপুর-৪) আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য।

জানাজায় অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ, মো. হাবিবে মিল্লাত, জাতীয় পার্টির পীর ফজলুর রহমান, বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংসদ সচিবালয়ের কর্মচারীবৃন্দ জানাজায় শরিক হন।

জানাজার পূর্বে বিএনপির নেতৃবৃন্দ এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয় ।

জানাজা শেষে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সংসদের বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সম্পর্কিত আরও খবর