স্কুল-কলেজ বন্ধের প্রয়োজন নেই: আইইডিসিআর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 16:12:28

এখন পর্যন্ত করোনাভাইরাস কমিউনিটি পর্যায়ে ছড়ায়নি। এ পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ করার প্রয়োজন নেই।

বুধবার (১১ মার্চ) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, আমরা বলেছি সম্ভব হলে জনসমাগম এড়িয়ে চলার জন্য। তার মানে স্কুল-কলেজ বন্ধ করার মত উপক্রম এখনো হয়নি। স্কুল, কলেজ, অফিস আদালতে বিদেশ থেকে বা নতুন কোন ব্যক্তি কিন্তু আসেন না।

সামনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ আরও পাঁচটি উপনির্বাচন আছে। এসব জায়গায় জনসমাগম হবে। এ বিষয়ে জানতে চাইলে আইইডিসিআর পরিচালক বলেন, আমরা আমাদের পরামর্শ কর্তৃপক্ষকে জানাবো। তবে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারবে। তবে যেকোনো জনসমাগম এখন এড়িয়ে চলাই ভালো।

এ সম্পর্কিত আরও খবর