ঘটনাস্থলে আসতে বিলম্ব, ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 10:34:36

মিরপুরের রূপনগর বস্তিতে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা।

বুধবার (১১ মার্চ) দুপুরের দিকে গাড়িটি ভাঙচুর করা হয়।

জানা যায়, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঈদগাহ মাঠ এলাকার একটি গলি দিয়ে আগুন নেভানোর কাজে অংশ নিতে আসছিল। এ সময় শতাধিক মানুষ গাড়িটিতে লক্ষ্য করে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়িটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: সব পুড়ে ছাই হয়ে নিয়ন্ত্রণে রূপনগর বস্তির আগুন

বিক্ষুব্ধ জনতার অভিযোগ, বস্তির উত্তর দিকে ঈদগাহ মাঠের পাশে আগুন লাগলেও ফায়ার সার্ভিসের কোনো গাড়ি আসেনি। বারবার ডাকার পরও তারা বিষয়টির গুরুত্ব দেয়নি। আগুনে উত্তর পাশের প্রায় ৫০টি ঘর পুড়ে যায়। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও পারেননি। পরে দেরিতে আসায় তারা ক্ষুব্ধ হয়ে গাড়িটি ভাঙচুর করেছেন।

ফায়ার সার্ভিস অফিসার এরশাদ বার্তা২৪.কম-কে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছিলেন। এমন সময় কিছু লোকজন এসে আমাদের কাজে বিঘ্ন ঘটায় এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে।

আরও পড়ুন: সর্বস্ব নিয়ে গেছে সর্বনাশা আগুন

এ সম্পর্কিত আরও খবর