করোনা আক্রান্ত ৩ জনের নতুন নমুনা পরীক্ষা, ২ জন নেগেটিভ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 22:37:32

করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুই জনের শরীরে করোনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন  রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার ( ১১ মার্চ) রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত তিনজন সুস্থ আছেন। নতুন করে নমুনা পরীক্ষায় দুইজনের শরীরে করোনা পাওয়া যায়নি। 

তিনি বলেন, আবারও বলছি বিদেশে থেকে যারা এসেছেন তারা বাড়িতে থাকেন। অথবা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যান।   

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যাদের সর্দি জ্বর কাশি আছে, তারা ১৪ দিন বাড়িতে থাকেন। প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাচ্ছি নিজেদের স্বার্থে ছুটির ব্যবস্থা করে এমন রোগীদের সহযোগিতা করুন।

এ সম্পর্কিত আরও খবর