করোনা: প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার আহ্বান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 01:19:07

যারা সর্দি-কাশিতে আক্রান্ত নিজেদের স্বার্থে তাদেরকে সহযোগিতা করার জন্য প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার (১০ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

সেব্রিনা ফ্লোরা বলেন, যাদের সর্দি, জ্বর, কাশি আছে। তারা ১৪ দিন বাড়িতে থাকেন। প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাচ্ছি নিজেদের স্বার্থে ছুটির ব্যবস্থা করে এমন রোগীদের সহযোগিতা করুন।

করোনাভাইরাসে আক্রান্ত দেশে থেকে আসা বাংলাদেশিদের স্বেচ্ছায় ১৪ দিন নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশের বাইরে থেকে কেউ কোনো কাজে আসলে তারা মাস্ক ব্যবহার করবেন। পারলে বাড়ির বাইরে যাবেন না। করোনাভাইরাসে আক্রান্ত দেশ না তবুও দেশের বাইরে থেকে আসলে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন তিনি।

বর্তমানে কোয়ারেন্টাইনে আছে মোট চারজন। করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে ২ জনের পরীক্ষায় নেগেটিভ এসেছে।

যেকোনো জনসমাগমস্থল এড়িয়ে চলার জন্য আবারও আহ্বান জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ সম্পর্কিত আরও খবর