১৩ দেশ ফেরত যাত্রীদের কলকাতাগামী ট্রেনের টিকিট না দেয়ার সিদ্ধান্ত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 20:46:40

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৩ দেশ থেকে আগত যাত্রীদের ভারতের টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ভারতের সিভিল এভিয়েশন মঙ্গলবার (১০ মার্চ) এই বিষয়ে একটি পরিপত্র জারি করে। এই পরিপত্রের ভিত্তিতেই বাংলাদেশ রেলওয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করে।

চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, ইতালি, হংকং, ম্যাকাউ, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড ও সিঙ্গাপুর এই ১৩ দেশে যারা চলতি বছরের ৫ ফেব্রুয়ারির পর ভ্রমণ করেছেন তাদেরকে ভারত ভ্রমণের জন্য টিকিট না দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে মার্কেটিং এর উপ-পরিচালক কালীকান্ত ঘোষ।

এ সময় তিনি বার্তা২৪.কমকে বলেন, 'ইন্ডিয়ান সিভিল এভিয়েশন তাদের পরিপত্রে জারি করা ১৩ দেশের নাম উল্লেখ করেছে। এসব দেশে যারা ৫ ফেব্রুয়ারির পর ভ্রমণ করেছেন তাদেরকে বাংলাদেশ থেকে কলকাতাগামী ট্রেনের টিকিট না দেওয়ার জন্য ভারতের সিভিল এভিয়েশনের এক পরিপত্র জারির ফলে বাংলাদেশের রেলওয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।'

তিনি আরো বলেন, 'তবে আমরা কাউকে আর টিকিট দেবো না বিষয়টি এমন নয়। যারা চিকিৎসার প্রয়োজনে যেতে চান তাদের আমরা টিকিট দেবো। তবে ইন্ডিয়ান ইমিগ্রেশন তাদের ফেরত পাঠালে এর দায়ভার আমরা নেবো না। কেউ যেতে চাইলে টিকিট কেটে যেতে পারে তবে তার দায়ভার তাদের নিজেদের।'

এ সম্পর্কিত আরও খবর