করোনা সন্দেহে কুয়েত মৈত্রী হাসপাতালে শিশুসহ ৩ জন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 03:59:17

করোনা সন্দেহে বিমানবন্দর থেকে তিনজনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনজনের মধ্যে একজন শিশু রয়েছে। দুইজন ইতালি থেকে এসেছেন এবং একজন সিঙ্গাপুর থেকে এসেছেন।

সোমবার (৯ মার্চ) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. শাহরিয়ার সাজ্জাদ।

তিনি বলেন, সকালে ইতালি থেকে আসা দুইজনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শরীরের জ্বর ছিল না। তবে করোনার অন্যান্য লক্ষণ ছিল। সে কারণে আমরা তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছি।

এছাড়া বিকেলে এক শিশুকেও ওই হাসপাতালে আমরা পাঠিয়েছি। সে সিঙ্গাপুর থেকে এসেছে। তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিমানবন্দরেই রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে কিনা জানতে চাইলে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা এখনো তাদের নমুনা সংগ্রহ করেনি। নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার পরে বিস্তারিত আপনাদের জানানো হবে।

এ সম্পর্কিত আরও খবর