ঢাকার পাঁচ হাসপাতালে করোনা চিকিৎসা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 01:23:32

করোনাভাইরাসে আক্রান্ত হলে রোগীদের চিকিৎসা করার জন্য রাজধানীর পাঁচটি হাসপাতাল নির্দিষ্ট করে রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহজনক রোগীদের জন্য রেফারেন্স হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে। এসব হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা কাজে ব্যবহারের জন্য মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও রোগ প্রতিরোধী পোশাক মজুদ রাখা হয়েছে।

সোমবার (৯ মার্চ) থেকে হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা যায়, রাজধানীতে যে পাঁচটি হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে সেগুলোর নাম হলো মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জেলা/উপজেলা পর্যায়ে মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি জেলা সদর ও উপজেলা পর্যায়ে এক বা একাধিক সুবিধাজনকস্থানে যেমন- স্কুল, কলেজ অন্যান্য প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইন ব্যবস্থার জন্য প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর