করোনায় আক্রান্ত স্বজনদের হেয় না করার আহ্বান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 20:12:27

এ পর্যন্ত বাংলাদেশে তিনজনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাই তাদের পরিবারের সদস্য ও স্বজনদের যাতে হেয় প্রতিপন্ন না করা হয় সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সোমবার (৯ মার্চ) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

আইইডিসিআর পরিচালক বলেন, ‘আমরা গতকাল (রোববার) তিনজন বাংলাদেশির করোনা শনাক্তের কথা জানিয়েছি। আমরা তাদের নাম পরিচয় কিছুই জানায়নি। কিন্তু এরপরও করোনায় আক্রান্তদের বাড়িতে পরিবারের সদস্য এবং স্বজনদের কাছে সাংবাদিকরাসহ অনেকে যাচ্ছেন। এটা ঠিক হচ্ছে না। তাদের কাছে এ সময় না যাওয়া উচিত। তারা যাতে হেয়প্রতিপন্ন না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। রোগীর কোন জেলার কিংবা কোন হাসপাতালে আছেন এগুলো সাংবাদিকদের না জানানোর অনুরোধ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘রোববার দুপুরের পর বিকেল ৫টা পর্যন্ত আমাদের হটলাইনে মোট ৫০৯টি ফোন কল এসেছে। এর মধ্যে ৮৭৯ টি করোনা সংক্রান্ত ছিল। এছাড়া সরাসরি এসেছে ১৮ জন। আমরা চার জনের নমুনা সংগ্রহ করেছি।’

ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘যারা আক্রান্ত দেশ থেকে আসছেন তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিদেশ থেকে আসলেই আক্রান্ত নন। বাড়ির পাশের প্রতিবেশী ও বাড়ি মালিকেরা যেন ভালো ব্যবহার করবে।’

মাস্ক ব্যবহারের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘মাস্ক ব্যবহার সবার জন্য প্রযোজ্য নয়। শুধু মাত্র যারা করোনাভাইরাসে আক্রান্ত হবেন এবং তাদের দেখভালের দায়িত্বে যারা থাকবেন তারা মাস্ক ব্যবহার করবেন।’

এ সম্পর্কিত আরও খবর