‘বিদেশ থেকে আসলেই করোনায় আক্রান্ত নন’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 02:31:05

বিদেশ থেকে আসলেই করোনায় আক্রান্ত নন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সোমবার (৯ মার্চ) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, রোববার দুপুরের পর বিকেল ৫টা পর্যন্ত মোট ৫০৯টি কল এসেছে। এর মধ্যে করোনা সংক্রান্ত ৪৭৯টি ফোন কল এসেছে। সরাসরি এসেছে ১৮ জন। আমরা ৪ জনের নমুনা সংগ্রহ করেছি। তাদের কেউ করোনায় আক্রান্ত নন। 

তিনি আরও বলেন, বিদেশ থেকে আসলেই কিন্তু আক্রান্ত নয়। অনেকেই কিন্তু বাইরে থেকে আসলে ভিন্ন আচরণের শিকার হচ্ছেন। বাড়ির লোকজন প্রতিবেশী তাদের সঙ্গে ভিন্ন আচরণ করছেন। এমন আচরণ করলে তাদের বাইরে থাকতে হবে। তাহলে এ রোগ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর