পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেছেন, ‘সন্তানদের শেখার প্রথম জায়গা হচ্ছে পরিবার। এখান থেকেই তারা ভালো-মন্দ শিক্ষা পায়। তাই পরিবার হচ্ছে সবচেয়ে বড় পাঠাগার।’
তিনি বলেন, ‘ছেলেমেয়েকে পর্যাপ্ত সময় ও ভালোবাসা দিতে হবে অভিভাবকদের। তারা কখন-কোথায় যায় সেটি বাবা-মায়েরই খোঁজ রাখতে হবে।’
রোববার (৮ মার্চ) দুপুরে জেলার ফুলবাড়ীয়া উপজেলায় মাদক, জঙ্গি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইন্টারনেটের যথাযথ ব্যবহারের আহ্বান জানিয়ে ডিআইজি বলেন, ‘ইন্টারনেটের অপব্যবহার আমাদের শিল্প-সাহিত্যের জন্য রীতিমতো হুমকি। ফেসবুক তৈরি হয়েছিল তথ্যপ্রবাহ ও একে অপরের অভিজ্ঞতা আদান-প্রদানের জন্য। কিন্তু এখন সেটি অপব্যবহার করা হচ্ছে। তাই কিশোরদের ফেসবুক থেকে দূরে থাকতে হবে।’
এসময় মাদক নির্মূল ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ করতে সমাজের সকল নাগরিককে সচেতন ও পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান ব্যারিস্টার হারুন অর রশীদ। সেই সঙ্গে দেশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন, বিস্তারিত ধারণা ও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিআইজি।
উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার জয়িতা শিল্পী, ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য, ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার শেফা, পৌর মেয়র গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।