গার্মেন্টস শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 21:47:51

গার্মেন্টস শিল্পসহ প্রাইভেট সেক্টরগুলোতে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।

তিনি বলেন, ‘সরকার পাবলিক সেক্টরের মেটারনিটি ছুটি এরইমধ্যে ৬ মাস ঘোষণা ও কার্যকর করেছে। কিন্তু দেশের অর্থনৈতিক মূল চালিকাশক্তি গার্মেন্টস শিল্পসহ সব প্রাইভেট সেক্টরে এ ছুটি এখনো চার মাস। তাই গার্মেন্টসসহ সব প্রাইভেট সেক্টরে মেটারনিটি ছুটি পাবলিক সেক্টরের মত ৬ মাস করা দাবি জানাচ্ছি।

সমাবেশ শেষে তারা একটি র‌্যালি বের করে হাইকোর্ট চত্বর, পল্টন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তোপখানা রোডে এসে শেষ করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারী শ্রমিক নেত্রী আরিফা আক্তার, সাফিয়া পারভীন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর