অক্সিজেনের অফুরন্ত আধার বৃক্ষ

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 14:59:27

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হয়ে গেল জলবায়ু সম্মেলন।

“কার্বণ কমাও: জীবন বাঁচাও” এই স্লোগানে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাজধানীর টুইংক্যাল কিডস স্কুলের ২৬৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন,‘বিশাল এ সৃষ্টি জগতে প্রত্যেকে একে অপরের পরিপূরক। নগরীগুলো বৃক্ষ শূন্য হয়ে পড়েছে। সুস্থভাবে বেঁচে থাকতে অক্সিজেন বিতরণের অফুরন্ত আধার বৃক্ষ সম্পদকে রক্ষা করতে হবে।’

তিনি বলেন, বাসাবাড়ির ছাদে এমনকি বারান্দায় গাছের পরিচর্যা করতে হবে। অতিযান্ত্রিকতা পরিহার করতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার বন্ধ করতে হবে। পরিমিত জীবনে ফিরে আসতে হবে।

সম্মেলনে অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থীরা কার্বন কমানো ও বৃক্ষরোপণের শপথ নেয়।

এ সম্পর্কিত আরও খবর