বসন্ত এসে শীতকে বিদায় জানিয়েছে বেশ কিছুদিন আগেই। তবে আচমকা বৃষ্টিতে বসন্তে শীতের সেই আমেজ ফিরে এসেছে খানিকটা।
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ফাল্গুনী বাতাসের দাপট শেষে হঠাৎ বৃষ্টি এসে ভিজিয়ে দেয় ময়মনসিংহ নগরকে। যা স্থায়ী হয় রাত পৌনে ১০টা অবধি।
তবে অপ্রস্তুত নগরবাসীর জন্য এ বৃষ্টি ডেকে আনে খানিক বিড়ম্বনা। বৃষ্টির মাত্রা বেশি হওয়ায় নগরের গাঙ্গিনারপাড়, নতুন বাজার, স্টেশন রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিপাকে পড়ে স্থানীয় পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাস্তায় যানবাহন কমে যাওয়ায় তারা বাসায় ফিরতে পারছিলেন না। এ সময় বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারে ঢাকা পড়ে বিভিন্ন এলাকা। এ সুযোগে রিকশা ও অটোরিকশার চালকরা বাড়িয়ে দেয় ভাড়াও। শেষমেশ বাড়তি ভাড়া দিয়েই সাধারণ মানুষকে ফিরতে হয় নিজেদের ঘরে।