চুনারুঘাটে মহাবিপন্ন ‘বনরুই’ উদ্ধার

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ | 2023-08-27 20:26:41

হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধারকৃত বনরুই সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। এটি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইউসিএন) ঘোষিত বিশ্বব্যাপী মহাবিপন্ন একটি প্রাণী।

বুধবার (৪ মার্চ) বিকেলে বন বিভাগ কর্মকর্তারা বনরুইটিকে উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নালুয়া চা বাগানের গোলাটিলা এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধারকৃত বনরুই সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে

অবমুক্ত করার সময় হবিগঞ্জের রেঞ্জ অফিসার রেহান মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা সহকারী বন সংরক্ষক মো. মারুফ হোসেন জানান- বুধবার সকালে স্থানীয় এক ব্যক্তি বনরুইটিকে দেখতে পান। এ সময় অপরিচিত প্রাণ হওয়ায় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এক পর্যায়ে স্থানীয় লোকজন মাটি খুঁড়ে বনরুইটি বের করেন। পরে বন বিভাগকে খবর দিলে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে বনরুইটি নিয়ে আসেন।

এটির বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল বলেন, ‘ বনরুইয়ের ইংরেজি নাম  Pangolin.’ এটি একটি মহাবিপন্ন প্রাণী। স্তন্যপায়ী প্রজাতির এই প্রাণীটিকে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইউসিএন) মহাবিপন্ন ঘোষণা করেছে।’

 

 

এ সম্পর্কিত আরও খবর