রাজধানীতে হঠাৎ বৃষ্টি, রোদ-বৃষ্টির খেলা চলবে আরও ৩ দিন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 18:44:16

রাজধানীর আকাশে মঙ্গলবার (৩ মার্চ) ভোর থেকেই কালো মেঘের আনাগোনা চলছিল। ঠিক ৭টার দিকে হঠাৎ করেই ঝোড়ো বাতাসের সঙ্গে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কালো মেঘে ঢেকে যায় চারপাশ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন বার্তা২৪.কমকে জানান, আগামী কয়েকদিন এমন হঠাৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে রোদও। আগামী দুই-তিন দিন ঝড়-বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রোদও থাকবে রাজধানীতে। 

হঠাৎ কালো মেঘে ঢেকে যায় রাজধানী, ছবি: বার্তা২৪.কম

সকালে বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। এতে স্কুল-কলেজ ও অফিসগামীদের ভোগান্তিতে পড়তে হয়।

এদিকে রাজধানী ছাড়াও কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হয়েছে। এবারের বসন্তে এটিই প্রথম ঝড়-বৃষ্টি।

এ সম্পর্কিত আরও খবর