ডিএসসিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন মেয়র তাপস

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 13:25:14

মশা নিধন কার্যক্রম নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। যদিও এখনো মেয়র হিসেবে দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাঈদ খোকন।

নবনির্বাচিত মেয়র দায়িত্ব বুঝে নেওয়ার আগে এটিই হবে ডিএসসিসির কর্মকর্তাদের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

মঙ্গলবার (৩ মার্চ) মতিঝিলের বাংলার বানী ভবনে এ মতবিনিময় হবে। এ সময় মশা নিধনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন মেয়র।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়ররা শপথ নেন। তার আগে ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উত্তরে আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হন, যিনি এর আগেও এ দায়িত্বে ছিলেন। আর দক্ষিণে মেয়র নির্বাচিত হন শেখ ফজলে নূর তাপস। তারা দু’জনই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রদের মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে।

এ সম্পর্কিত আরও খবর