গরমের আগেই বেড়েছে ডাবের চাহিদা

ঢাকা, জাতীয়

শাহরিয়ার তামিম, স্টাফ ফটো করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 07:17:47

চলছে ফাল্গুন মাস। শীতের শেষে হালকা গরম ও শীতের অনুভব নিয়ে আসে বসন্ত। গ্রীষ্মের গরমে স্বস্তি পেতে ডাবের চাহিদা অনেক। কিন্তু তীব্র গরম আসার আগেই রাজধানীতে বেড়েছে ডাবের চাহিদা।

ডাবের পানির উৎস হিসাবে আস্ত ডাব রাজধানীর অনেক জায়গাতেই বিক্রি করা হচ্ছে

ডাবের পানির উৎস হিসাবে আস্ত ডাব রাজধানীর অনেক জায়গাতেই বিক্রি করা হচ্ছে। কোথাও রাস্তার ধারে ডাব বিক্রি হচ্ছে। কোথাও ভ্যানে করে ডাব বিক্রি করছেন বিক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় এই দৃশ্য।

ডাব ১২ মাসই পাওয়া যায়। তবে গরমে অনেক বেশি চাহিদা থাকে

ফাল্গুনে ডাবের চাহিদার কারণ জানতে চাইলে ডাব বিক্রেতা মামুন জানান, ডাব ১২ মাসই পাওয়া যায়। তবে গরমে অনেক বেশি চাহিদা থাকে। ঢাকায় তো গরম শুরু হয়ে গেছে। এখন একটু কম গরম হলেও ডাবের চাহিদা বেড়েছে।

ডাব ক্র‍য় করতে এসে আলিফ সাবেব জানান, পানি পিপাসা মিটাতে বাইরের পানির থেকে ডাবই বেশি ভালো। ডাব শরীরের জন্যেও ভালো এই জন্যেই ডাব কেনা।

এ সম্পর্কিত আরও খবর