ডিইউজে নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 08:08:18

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, বিভিন্ন পদে মোট ৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছেন ৫ জন। আবু জাফর সূর্য, এসএম মোশাররফ হোসেন, কুদ্দুস আফ্রাদ, নাসিমা আক্তার সোমা, সোহেল হায়দার চৌধুরী।

সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ

সহ-সভাপতি প্রার্থী হয়েছেন ৫ জন। তারা হলেন- আতিকুর রহমান চৌধুরী, এমএ কুদ্দুস, খন্দকার মোজাম্মেল হক, ফিরোজ আলম মিলন, মো. মোশারফ হোসেন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোট ৮ জন। প্রার্থীরা হলেন- আকতার হোসেন, অশীষ কুমার সেন, উম্মুল ওয়ারা সুইটি, জহিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. শাহজাহান মিঞা, সাজ্জাদ আলম খান তপু, সৈয়দ শুক্কুর আলী শুভ।

এ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নিজেদের পছন্দের প্রার্থীকে বাছাই করে নিতে প্রায় ৩ হাজার সাংবাদিক ভোটারদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ সম্পর্কিত আরও খবর