হাঁটতে পারি না, বাংলায় কথা বলতে পারি, তাতেই সুখ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 15:47:31

সব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। হাঁটতে না পারি, বাংলায় কথা বলতে পাড়াতেই আমাদের সুখ। একুশে ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে এভাবেই মাতৃভাষার প্রতি ভালোবাসার কথা ব্যক্ত করে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা।

শিশুগুলো বার্তা২৪.কমকে বলে, আমাদের শারীরিক কিছু সমস্যা আছে। তাতে আমাদের খারাপ লাগে। তবে আমরা যে সহজভাবে বাংলায় কথা বলতে পারছি, এতে আমাদের ভালো লাগে। বাংলায় কথা বলতে পারা আমাদের সুখ।

হুইল চেয়ারে বসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা, ছবি: বার্তা২৪.কম

হুইল চেয়ারে বসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সিনথিয়া বলে, আমরা দেশকে ভালোবাসি। বাংলা ভাষাকে ভালোবাসি। তাই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, যারা আমাদের মায়ের ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।

১৯৫২ সালের এ দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে রাজপথে নামেন একদল তরুণ। রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হন রফিক, জব্বার, সালাম, বরকতসহ নাম না জানা অনেকে। তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারি।

 

এ সম্পর্কিত আরও খবর