চীন থেকে ১৭১ জন স্বেচ্ছায় আসতে পারেন: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 15:45:05

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, ‘চীন থেকে আসতে চাওয়া আরও ১৭১ জনকে এখনো আনা হচ্ছে না। তবে তারা স্বেচ্ছায় নিজ খরচে আসতে পারেন। কারণ, তাদেরকে আনার জন্য এরইমধ্যে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু বিমানের ক্রুরা কেউ বাইরে যেতে পারছে না, বিমান কোথাও যেতে পারছে না। সিঙ্গাপুরে পর্যন্ত যেতে পারছে না।’

মঙ্গলবার (১1 ফেব্রুয়ারি) জাতীয় যাদুঘরে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের ফান্ড শেষ হয়ে গেছে। সরকার আবার ফান্ড দিলে তাদের আনার চেষ্টা করব। তবে তাদেরকে এখন আনা ঠিক হবে না। চীনও চায় না করোনাভাইরাস তাদের দেশের বাইরে ছড়াক। তবে সিঙ্গাপুরের একজন ছাড়া আর কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে এখনো আক্রান্ত হয়নি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশিদের চীন সরকার নিয়মিত খাওয়া-দাওয়া ও পানিসহ সব কিছু সরবরাহ করছে। এমনিতে এর আগে চীন থেকে আসা ৩১২ জনকে ঢাকার হজ ক্যাম্পে রাখা হয়েছে। তাদেরকে আরও কিছুদিন রাখা হবে। তারপর তারা তাদের পরিবারের কাছে চলে যাবে।’

এ সম্পর্কিত আরও খবর