বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ: রীভা গাঙ্গুলি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 00:26:45

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। সম্পর্ক অনেক লেভেলের থাকে। তার মধ্যে আমাদের দুই দেশের সম্পর্ক যে লেভেলে রয়েছে, সেটি অন্যরকম।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশনে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ট্রেনের নতুন ট্রিপ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

নতুন ট্রিপ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রীভা গাঙ্গুলি দাশ (মাঝে), ছবি: শাহরিয়ার তামিম

তিনি আরো বলেন, মানুষে মানুষে যে যোগাযোগ, ওটা মনে হয় বাংলাদেশ-ভারতের মধ্যে অনেক স্পেশাল। কারণ দুই দেশের দুই দিকে অনেক আত্মীয়-স্বজন আছে। সে কারণে যাওয়া আসাটা অনেক বেশি হয়। গতবছর ১৬ লাখেরও বেশি ভিসা ইস্যু করা হয়েছে। রেল যোগাযোগটা হওয়াতে অনেক সাধারণ মানুষ কলকাতায় যেতে পারছেন।

যাত্রা শুরুর আগে সেলফি তুলেছেন যাত্রীরা, ছবি: শাহরিয়ার তামিম

গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভারত সফর করেন, তখনই আমরা অ্যানাউন্স করেছিলাম, ট্রিপ বাড়ানো হবে। আজ অত্যন্ত ভালো লাগছে, সেটা আমরা বাস্তবায়ন করতে পারছি। সুতরাং আমি মনে করি, দুই দেশের মধ্যে আসা-যাওয়া সেটি আরও বাড়বে। দুই দেশের রেলের ক্ষেত্রে সামনে আরো পরিবর্তন দেখবেন।

এ সম্পর্কিত আরও খবর