গত দেড় মাসে সীমান্তে নিহত ১১ বাংলাদেশি: বিজিবি

ঢাকা, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 23:25:59

গত দেড় মাসে সীমান্তে ১১ বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে বাহিনীর পরিচালক (পরিকল্পনা) লে. ক. সৈয়দ আশিকুর রহমান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিজিবি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, গত ২৫ ডিসেম্বর থেকে ৫ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ১১ জন বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে। এ ধরনের মৃত্যু রোধে বিজিবির পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার তা নেওয়া হয়েছে।

বিজিবি পরিচালক বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদ জানানো হচ্ছে। যাতে ভুল করে বা অন্য কোনো কারণে কেউ সীমান্ত এলাকা অতিক্রম না করে, সেজন্য আমরা কাজ সচেতনতা বাড়াতে কাজ কাজ করছি।

তিনি বলেন, বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে আমরা জনবল বাড়িয়েছি। স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। সমস্যা সমাধানে কূটনৈতিক উপায়েও কাজ চলছে।

গত একমাসে বিভিন্ন অর্জন তুলে ধরেন বিজিবি পরিচালক। তিনি জানান, ৯৭ কোটি ১৮ লাখ ৩ হাজার টাকা মূল্যের চোরাচালানের পণ্য ও মাদক দ্রব্য জব্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর