ভোলায় তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার ঘটনায় ধর্ষক শের আলীকে (৪৫) রাজধানীর পল্লবী থেকে আটক করেছে র্যাব।
শুক্রবার (৩১ জানুয়ারি) বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদরদফতরের সিনিয়র এএসপি মমিজানুর রহমান।
সূত্র জানায়, গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা হাটের কাছে শাখা পোস্ট অফিসের একটি কক্ষে ধর্ষণের ঘটনা ঘটে। ওই অফিসের ডেলিভারিম্যান শের আলী এক স্কুলছাত্রীকে নতুন পোশাক দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে ছাত্রীকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।