দুই শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৮

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 03:33:52

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দুই শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তারাই মুক্তিপণের দাবিতে ঐ দুই শিক্ষার্থীকে অপহরণ করেন।

রোববার (২৬ জানুয়ারি) বার্তা২৪.কমকে বিষয়টি  নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন। গ্রেফতারের সময় তাদের কাছে পিস্তল, পুলিশের পোশাক পাওয়া যায়। 

ঐ দুই শিক্ষার্থীরা হলেন ঢাকা কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. খালিদ হাসান ধ্রুব ও রাজধানীর ইংরেজি মাধ্যমের একটি বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম আল ইসলাম দিবস (১৭)। নিখোঁজ দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে টাঙ্গাইল থেকে তাদের উদ্ধার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর নূরজাহান রোডের বাসা থেকে ল্যাপটপ কেনার উদ্দেশ্যে বের হন ধ্রুব ও দিবস। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। তাদের মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে রাজধানীর তেজগাঁও ও মোহাম্মদপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

আরও পড়ুন- রাজধানীতে দুই শিক্ষার্থী নিখোঁজ

এ সম্পর্কিত আরও খবর