রংপুরে মুজিব বর্ষের ক্ষণগণনার প্রস্তুতি সম্পন্ন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-19 09:24:25

বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনে ক্ষণগণনার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুর জেলা প্রশাসন ও সিটি করপোরেশন।

রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরী মাঠ সংলগ্ন মূল সড়কের পাশে বসানো হয়েছে কাউন্টডাউন ক্লক। 

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিব বর্ষ ক্ষণগণনা শুরু হবে।

এদিকে বঙ্গবন্ধুর  জন্ম শতবর্ষ উদযাপন ঘিরে নানা কর্মসূচি নিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

আয়োজন ঘিরে রয়েছে আনন্দ র‍্যালী ও বঙ্গবন্ধুর ওপর তথ্যচিত্র প্রদর্শনী এবং আলোচনা অনুষ্ঠানের।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিববর্ষের কাউন্টডাউন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এরপর প্রতিটি জেলা, উপজেলা ও সকল পাবলিক প্লেসে একইসঙ্গে কাউন্টডাউন শুরু হবে।

আয়োজন প্রস্তুতি সম্পর্কে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বার্তা২৪.কম-কে বলেন, শুক্রবার বিকেল সাড়ে তিনটায় আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় মুজিব বর্ষ ক্ষণগণনার উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি  স্থানীয়ভাবে সরাসরি দেখানোর জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও মুজিব বর্ষ ঘিরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা পর্যায়ক্রমে আয়োজন করা হবে।

এ সম্পর্কিত আরও খবর