নতুন সময়সূচিতে শুরু হলো ট্রেন চলাচল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 03:37:34

বাংলাদেশ রেলওয়ে ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে। তারই অংশ হিসেবে এখন থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলাচল করবে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ৬৭টি ট্রেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে নতুন সময়সূচি অনুযায়ী বিভিন্ন গন্তব্যে যাচ্ছে ট্রেন। কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বার্তা২৪.কমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা থেকে বিভিন্ন রুটে চলাচল করা প্রায় সব আন্তঃনগর, মেইল ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন চালানোর সব নির্দেশনা আগেই আমাদের কাছে এসেছে। নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল থেকে নতুন সময়সূচি অনুযায়ী কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাচ্ছে।

 নতুন সময়সূচি

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান জানান, ট্রেনের সময়সূচি পরিবর্তন করা একটি নিয়মিত কাজ। প্রতিদিনের সব ট্রেন সকাল থেকে রাত ১২টার মধ্যেই যেন ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যেতে পারে সেজন্য নতুন সময়সূচি করা হয়েছে। তাছাড়া ট্রেনের সিডিউল ঠিক রাখতে এবং ট্রেনের সেবার মান বাড়াতে নতুন এই সময়সূচি করা হয়েছে। এখন থেকে পশ্চিমাঞ্চলের নয়টি আন্তঃনগর ট্রেন নতুন করে ১৫টি স্টেশনে যাত্রাবিরতি করবে।

এ সম্পর্কিত আরও খবর