বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেন খালেদা: গণপূর্তমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 16:36:33

বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়া তার স্বামীর হত্যাকাণ্ডসহ অনেক হত্যাকাণ্ডের বিচার না করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিলেন বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেছেন, ‘যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু হত্যা এবং স্বামী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার করেননি খালেদা জিয়া। কারণ, তিনি আইন এবং বিচার ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন না। এসব হত্যাকাণ্ডের বিচার না করে তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে পাকিস্তানি চেতনায় তৈরি করতে চেয়েছিলেন।’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত 'বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন ও প্রাসঙ্গিক ভাবনা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘অনেক হুমকির পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু হত্যা এবং মাদক, সন্ত্রাস, দুর্নীতিবাজদের বিচার করেছেন। সঠিক বিচার করার দুঃসাহস একমাত্র তারই আছে। তার ন্যায় বিচারের কারণেই আজ দলের অনেক নেতাকর্মী কারাগারে আছে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু একটি সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতেই তার কন্যা শেখ হাসিনা ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতির বাংলাদেশ তৈরি করছেন। তবে মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় পরও আমার কাছে মনে হয় যুদ্ধ এখনো শেষ হয়নি। নতুন শত্রুরা দেশে মাথাচাড়া দিয়ে উঠছে। নির্বাচন আসলেই সবাই উঠে পড়ে লাগে নৌকাকে হারাতে। দেশের উন্নতি করতে চাইলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর