রেড ক্রিসেন্ট সোসাইটির বিজয় দিবস উদযাপন

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 15:55:48

নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আয়োজনের মধ্যে ছিল- জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রম।

এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় সোসাইটির মগবাজারস্থ সদর দফতরে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার রেহানা আশিকুর রহমান ও রাজিয়া সুলতানা লুনা যৌথভাবে জাতীয় পতাকা এবং সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, রবীন্দ্র মোহন সাহা, সোসাইটির পরিচালকবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়

এরপর সকাল ১০টার দিকে সোসাইটির মহাসচিবের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ম্যানেজিং বোর্ডের সদস্য রবীন্দ্র মোহন সাহা, বিভিন্ন বিভাগের দায়িত্বরত পরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও নারায়ণগঞ্জসহ চারটি পয়েন্টে রক্ত সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর