‘শিক্ষা জীবনে দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি করতে হবে’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 09:31:42

শিক্ষা জীবনে দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি করা গেলে, ভবিষ্যতে দুর্নীতিবিরোধী প্রজন্ম তৈরি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

তিনি বলেছেন ‘প্রথম জীবনে যদি দুর্নীতি রোধ করা যায়, তাহলে শিক্ষার্থীরা নিজেও দুর্নীতি করবে না অন্যকেও দুর্নীতি করতে দেবে না-এই মনোভাব তৈরি হবে।’

সোমবার (৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সততা সংঘের আয়োজিত সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৯ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘সমাজে আমাদের দেখতে হবে যে, পরীক্ষায় যেন নকল না হয়। একজনের পরীক্ষা যেন অন্যজন না দিয়ে দেয়। আমাদের দেখতে হবে ভর্তি-বাণিজ্য যেন বন্ধ হয়। অর্থাৎ প্রথম জীবনে যদি দুর্নীতি বিরোধী মনোভাব তৈরি করা যায়, তাহলে ভবিষ্যতে দুর্নীতিবিরোধী প্রজন্ম তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যেন ইতিবাচক মনোভাব নিয়ে গড়ে উঠতে পারে তাহলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে এককভাবে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব না। দুর্নীতি দূর করতে হলে সম্মিলিত প্রয়াস লাগবে, সকলের সহযোগিতা লাগবে।’

জাতীয় অধ্যাপক দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হলে সত্যিকারের সোনার বাংলা গড়ে উঠবে ও শোষণ-দরিদ্রতা থেকেও মুক্তি পাওয়া যাবে।

রাজধানীর বিভিন্ন স্কুলের সততা সংঘের আয়োজনে এই সমাবেশে উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, দুদক সচিব দিলোয়ার বখত এবং কমিশনার এএফএম আমিনুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর