শেখ হাসিনার জন্য সনুর নিবেদন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 02:50:08

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম বলেন, আজ এমন একটি গান গাইবো যেটি পৃথিবীর আর কোথাও কোনো শোতে কোনোদিন গাই নি। আজ গাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে। আপনাদের উদ্দেশে।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উঠেই চমক দেন সনু নিগম। প্রথমবারের মতো তিনি মঞ্চে পারফর্ম করেন বাংলা গান।

সনু তার সুরেলা কণ্ঠে শুরু করেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না ক তুমি/ সকল দেশের রাণী সে-যে আমার জন্মভূমি।

এসময় স্টেডিয়াম ভর্তি দর্শক–শ্রোতাদের হর্ষধ্বনিতে তাকে স্বাগত জানান। এমনকি স্টেডিয়ামে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতালি দিয়ে সনুকে স্বাগত জানান। এসময় স্টেডিয়ামের বিগ স্ক্রিনে প্রধানমন্ত্রীকেও গুণগুণ করে গানটি গাইতে দেখা যায়।

এরপর সনু গেয়ে উঠেন ‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি... বাংলাদেশ, আমার বাংলাদেশ।’

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ

এসময় পুরো স্টেডিয়ামে মন্ত্রমুগ্ধ হয়ে যায়।

সনু আরও বলেন, বাংলাদেশের দর্শকদের মতো দর্শক আর কোথাও দেখিনি। এখানকার দর্শক যেভাবে শিল্পীদের উৎসাহ যোগায় সেটি বিরল।

এরপর সনু নিগম তার বিভিন্ন সময়ের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন।

এ সম্পর্কিত আরও খবর