বরিশাল মুক্ত দিবসে আলোচনা সভা

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-25 19:52:39

৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস। ১৯৭১ এর এ দিনে হানাদারমুক্ত হয় বরিশাল। দিবসটি উপলক্ষে রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর মুক্তিযোদ্ধা সংসদ ভবনের তৃতীয় তলার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজরিত দিনগুলোর কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

বরিশাল মহানগর ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মো. আবদুর রব।

এতে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মোকলেছুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক এনায়েত চৌধুরীসহ অনেকে।

এদিকে বরিশাল মুক্ত দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এক বিবৃতিতে বলেন, যে সব বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে বরিশাল অঞ্চল পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছে, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি। বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার তাদের এ আত্মত্যাগকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।

 

 

এ সম্পর্কিত আরও খবর