আইএস টুপি: দু-একদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 06:51:41

আইএস টুপির বিষয়ে ডিএমপির পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেছেন, কমিটি দুই-একদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন কমিশনারের কাছে জমা দেবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কারা অধিদফতর গঠিত তদন্ত কমিটি বলছে, আইএস লোগো সম্বলিত টুপি কারাগার থেকে যায়নি।

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা অধিদফতর যে প্রতিবেদন দিয়েছে, সেখানে আইএস টুপি কারাগার থেকে যায়নি তা উল্লেখ করেছে। কিন্তু অন্য টুপি যে এসেছে তা কিন্তু উল্লেখ করা হয়নি।

ডিএমপির তদন্ত কমিটি সূত্রে জানা যায়, কারাগারের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই কমিটি দেখেছে, কারাগার থেকে বের হওয়ার সময় জঙ্গিদের কাছে তিনটি টুপি ছিল।  এর মধ্যে দুইটি সাদা ও একটি কালো টুপি ছিল। তবে কোনো লোগো ফুটেজে ধরা পড়েনি।

ডিএমপির তদন্ত কমিটির ধারণা কারারক্ষীরা হয়তো বুঝতেই পারেনি এটা যে কি টুপি ছিল। টুপি তো নামাজের অংশ। তাই হয়ত তারা ছেড়ে দিয়েছে।

তদন্ত কমিটি সূত্রে আরও জানা যায়, জঙ্গিদের কাছে এভাবে একাধিক টুপি আসতে পারে। লোগো থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এমনও হতে পারে, তারা যে টুপি কারাগার থেকে এনেছিল, আদালতে রায় শোনার পর তা তারা উল্টে পরেছে।

 

এ সম্পর্কিত আরও খবর