ডিআরইউ’র সভাপতি আজাদ, সম্পাদক রিয়াজ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 12:50:16

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক পদে রিয়াজ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে রফিকুল ইসলাম ভোট পেয়েছেন ৫৫০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৮৯ ভোট। সাধারণ সম্পাদক পদে রিয়াজ পেয়েছেন ৫৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরুল ইসলাম হাসিব ৫৬৫ ও শেখ জামাল ১৮৩ ভোট পেয়েছেন।

সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়

এছাড়া সহসভাপতি পদে নজরুল কবীর ৪৮৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। যুগ্ম সম্পাদক পদে হেলিমুল আলম বিপ্লব জয়লাভ করেছেন ৮৫১ ভোট পেয়ে। অর্থ সম্পাদক পদে জিয়াউল হক সবুজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান ৬৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মাঝে এক ঘণ্টা নামাজের বিরতি দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দেন।

ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ফলাফল ঘোষণা করা হয়। ২১টি পদের জন্য মোট ৩৮ জন লড়াই করেছেন। এর মধ্যে চার জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন।

এছাড়া সহ-সভাপতি পদে নজরুল কবীর ৪৮৮ ভোট এবং  যুগ্ম সম্পাদক পদে হেলিমুল আলম বিপ্লব ৮৫১ ভোটে জয়লাভ করেছেন।

অর্থ সম্পাদক পদে জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক পদে হাবিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক পদে এইচএম আকতার, দফতর সম্পাদক পদে মোহাম্মদ জাফর ইকবাল, নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল,  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক পদে মো: মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ নির্বাচিত হয়েছেন। 

কার্যনির্বাহী সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন- আহমেদ মুশফিকা নাজনীন, কামরুজ্জামান বাবুল, এম মুরাদ হোসেন, মোঃ ইমরান হোসেন মজুমদার, মঈনুল আহসান, এসএম মিজান, সায়ীদ আব্দুল মালিক।

এ সম্পর্কিত আরও খবর