কারাগার থেকে সংগ্রহ হয়নি আইএস'র টুপি: কারা কর্তৃপক্ষ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 17:38:30

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পতাকার চিহ্ন সংবলিত টুপি কারাগার থেকে সংগ্রহ করেনি জঙ্গিরা বলে জানিয়েছেন কারাগার কর্তৃপক্ষ।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন ডিআইজি (প্রিজন) টিপু সুলতান।

তিনি বলেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পতাকার চিহ্ন সংবলিত টুপি কারাগার থেকে সংগ্রহ করেনি জঙ্গিরা। এ বিষয়ে কারা কর্মকর্তা‌দের গা‌ফিল‌তি নেই।

তাহলে টুপি কোথা থেকে পেয়েছে এমন এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, কারাগার থেকে টুপি সংগ্রহ করা হয়নি। আমাদের প্রাথমিক তদন্তে সেটি বেরিয়ে এসেছে। কারাগার থেকে বের হওয়ার পর পুলিশের জিম্মায় চলে গেছেন আসামিরা। তখন কোথা থেকে পেয়েছে সে বিষয়ে আমরা কিছু বলতে চাই না।

এদিকে ২ দিন আগে পুলিশ টুপি রহস্য তদন্তে গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের প্রতীকসংবলিত কালো টুপি কারাগার থেকেই এক জঙ্গি আদালতে নিয়ে এসেছিলেন।

পুলিশের তদন্তের এই প্রতিবেদনের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি এই অতিরিক্ত ডিআইজি প্রিজন।

এ সম্পর্কিত আরও খবর