চলতি মাসে রেমিট্যান্স অনেক বেশি এসেছে: অর্থমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 17:05:57

গত চার মাসের তুলনায় চলতি মাসে রেমিট্যান্স অনেক বেশি এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ২ শতাংশ হারে প্রণোদনা দেয়ায় দেশে রেমিট্যান্স বেশি আসছে। গত চারমাসের তুলনায় চলতি মাসে অনেক বেশি রেমিট্যান্স এসেছে।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, জনগণকে সেবা দেয়াই আমাদের উদ্দেশ্য। এজন্য ২ শতাংশ হারে প্রণোদনা দেয়া হচ্ছে। বিশ্বের যেকোনো দেশ থেকে কেউ যদি রেমিট্যান্স পাঠান, তাহলে তিনি ২ শতাংশ হারে প্রণোদনা পাচ্ছেন।

সংযুক্ত আরব থেকে আশানুরূপ রেমিট্যান্স দেশে আসছে না উল্লেখ করে তিনি বলেন, যে পরিমাণ রেমিট্যান্স সেখান থেকে আসা উচিৎ সে পরিমাণ আমরা পাচ্ছি না। কারণ, অনেকেই ভিন্ন পথে (অবৈধ) হয়তো রেমিটেন্সটা পাঠায়।

ভিন্ন পথে রেমিট্যান্স পাঠালে ভবিষ্যতে ‘ইমপ্যাক্ট’ পড়তে পারে জানিয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, কোনো না কোনো সময় দেশে বাড়িঘর করা হবে বা ব্যবসা বাণিজ্য করতে যাবে, তখন প্রশ্ন করা হবে, ট্যাক্স দাবি করা হবে।

অর্থমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে সহজে ও কম খরচে রেমিট্যান্স আনতে জনতা ব্যাংকের সঙ্গে ইউএই’র আর এ কে ব্যাংকের একটি চুক্তি সই হবে।

এ সম্পর্কিত আরও খবর