রাজশাহীতে সাড়ে ৩ বছর পর প্রকাশ্যে জামায়াতের মিছিল!

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-27 12:27:49

মানবতাবিরোধী অপরাধে ২০১৬ সালের ৩০ মে দলের এক কেন্দ্রীয় নেতার ফাঁসির প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছিল জামায়াতে ইসলামী। এরপর বিগত সাড়ে তিন বছর রাজশাহীতে প্রকাশ্যে মিছিল-সমাবেশ কর্মসূচি করেনি দলটি।

দীর্ঘদিন পর সোমবার (১৮ নভেম্বর) সকালে রাজশাহী নগরীর কোর্ট এলাকায় পেয়াঁজের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে প্রকাশ্যে মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। গত তিন বছর যাবত দলটি তাদের কোনো কার্যক্রমে ছবি বা মহানগর কমিটির নেতাদের নাম গণমাধ্যমে না জানালেও সোমবার কর্মসূচির পর ছবিসহ গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ বলা হয়েছে, নগরীর কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী। সমাবেশে জামায়াতের মহানগরীর শীর্ষ নেতারা অংশ নেন। সমাবেশে নেতারা বলেন, ‘পেঁয়াজসহ নিত্য পণ্যের মূল্য সরকার নিয়ন্ত্রণ না করতে পারলে জনগণ তাদের পদত্যাগে বাধ্য করবে।’ তবে ওই বিজ্ঞপ্তিতে জামায়াতের কোনো নেতার নাম উল্লেখ করা হয়নি।

এদিকে, স্থানীয় জামায়াতের প্রকাশ্যে মিছিল করার বিষয়টি নিশ্চিত করলেও পুলিশের দাবি, ঝটিকা মিছিল করেছে জামায়াত নেতাকর্মীরা। নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান বলেন, ‘সকালে কোর্ট এলাকায় জামায়াতের কিছু নেতাকর্মী মিছিল বের করেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঝটিকা মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে তারা।’

এ সম্পর্কিত আরও খবর