নতুন সড়ক আইন প্রয়োগ, গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 18:05:54

দুই সপ্তাহ সাময়িক নিষেধাজ্ঞার পর নতুন সড়ক পরিবহন আইনের পুরোপুরিভাবে প্রয়োগ করা হয়েছে আজ সোমবার (১৮ নভেম্বর)।

সোমবার সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট পুলিশ অবস্থান নিয়েছে।

তবে এখন পর্যন্ত নতুন আইনে বড় ধরনের কোনো মামলার কথা জানায়নি কেউ। রাজধানীর কাকলিতে বিআরটিএর পক্ষ থেকে অভিযান পরিচালনা করছে নির্বাহী  ম্যাজিস্ট্রেট মাসুদ আহমেদ।

তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, বিআরটিএ এর পক্ষ থেকে আমরা নতুন সড়ক আইন প্রয়োগে মাঠে নেমেছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত বড় অর্থের কোন মামলা কাউকে দেয়নি।

এদিকে সংসদে পাস হওয়ার এক বছরের বেশি সময় পর ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছে। তবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আইনের প্রয়োগ প্রথমে এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়। গত বৃহস্পতিবার মৌখিক সেই ঘোষণার সময়সীমা শেষ হয়েছে।

সবশেষ রোববার (১৭ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, আমরা চালক, পথচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সময় দিয়েছিলাম আইনটি ভালো হবে বুঝে ওঠার জন্য। সে সময় দুই দিন আগেই শেষ হয়েছে। সোমবার থেকে নতুন সড়ক আইন কার্যকর হবে।

এ ঘোষণার পর আজ থেকে রাজধানীতে সড়ক পরিবহন নতুন আইন প্রয়োগ হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর