জিজ্ঞাসাবাদের জন্য দুদকে জি কে শামীম

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 23:57:11

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ক্যাসিনো কাণ্ডে জড়িত ও অবৈধ পন্থায় বিপুল অর্থ সম্পদের মালিক হওয়া বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে আনা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে কেরানীগঞ্জ থেকে দুদকের একটি প্রতিনিধি দল সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে।

এর আগে সকাল ১১টা ২৫ মিনিটে দুদকের তদন্ত কর্মকর্তাদের সমন্বিত একটি প্রতিনিধিদল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা করেন জি কে শামীমকে আনার জন্য। দুদকের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ থেকে আগামী সাত দিন তাকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করা হবে। দুদকের দায়ের করা মামলায় ১০ দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করা হলে আদালত সাত দিনের আবেদন মঞ্জুর করেন।

জিকে শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন । গত ২১ অক্টোবর দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ জিকে শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন:

দুদকে আনা হচ্ছে জিকে শামীম ও খালেদকে

জিকে শামীমের সাত সহযোগী ফের রিমান্ডে

আদালতে তোলা হয়েছে জিকে শামীমসহ আটজনকে

'র‌্যাব সদরদফতর' প্রকল্পের কাজও জি কে শামীমের হাতে!

শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করবে র‍্যাব ১

গণপূর্তের সেই ২ প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব

সরকারি প্রকল্প থেকে বাদ পড়ছেন জি কে শামীম!

ফের রিমান্ডে যুবলীগ নেতা জি কে শামীম

 

এ সম্পর্কিত আরও খবর