হাসপাতালের খাবারের টেন্ডারে অনিয়মের অভিযোগে মামলা

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-31 03:53:50

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীদের পথ্য ও খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগে হাসপাতালের পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী যুগ্ম জেলা জজ আদালতে ঠিকাদার মো. সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মূলত মুরগির মাংস সরবরাহে দর কম দিয়ে কাজ না পাওয়ায় তিনি মামলা দায়ের করেন।

আদাতের বিচারক জয়ন্তী রাণী সাহা মামলাটি আমলে নিয়ে নগরীর রাজপাড়া থানাকে তদন্তের দায়িত্ব দেন। আগামী বছরের ১৯ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করা হয়। মামলায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, হাসপাতালের পরিচালক, দরপত্র কমিটির সদস্য, সরকার ও ঠিকাদার শফিকুল ইসলামকে বিবাদী করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, দরপত্র আহ্বানের পর ঠিকাদার মো. সুমন অন্যদের সঙ্গে দরপত্র জমা দেন। গত ৫ সেপ্টেম্বর সবার সামনে দরপত্র বাক্স খোলা হয়। তাতে দেখা যায়- মুরগির মাংস সরবরাহে অন্যরা যে দর দিয়েছেন তার চেয়ে কম দর দিয়েছেন সুমন। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত না জানিয়ে পরে শফিকুল নামের অন্য এক ঠিকাদারকে কাজটি দেওয়া হয়। সুমন ২১৩ টাকা দর দিলেও তার চেয়ে বেশি দর দেওয়া শফিকুলকে কাজটি দেওয়া হয়।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট একেএম আনোয়ার হোসেন জানান, ঠিকাদারির কাগজপত্র ঠিক থাকার পরেও বেশি দরে অন্যকে কাজটি দেওয়ায় তার বাদী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া সরকারও লোকসানের মুখে পড়েছে। এ কারণে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। এছাড়া আইন অনুযায়ী সিটি করপোরেশনের কোনো প্রতিনিধি এই দরপত্র প্রক্রিয়ায় থাকতে পারেন না। কিন্তু নিয়ম ভঙ্গ করে সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের একজন প্রকৌশলীকে রাখা হয়েছে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘মামলার কথা শুনেছি। তবে আমরা এখনও আদালতের কাগজপত্র পায়নি। সেটি পেলে বাদী কি অভিযোগ করেছেন, সেটি দেখা যাবে।’ তবে নিয়ম অনুযায়ী দরপত্র প্রক্রিয়া শেষ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর