মেট্রোরেল চলাচল স্বাভাবিক আছে

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-26 10:04:51

শনিবার দু’দফা বন্ধ থাকার পর রোববার (২৬ জানুয়ারি) থেকে মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে মর্মে জানিয়েছে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড।

ট্রেনের দরজা বিকল ও সিগনালিং সিস্টেম কাজ না করায় শনিবার দু’দফা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। কর্তৃপক্ষ জানায়, মেট্রোরেলের টেকনিক্যাল টিম মধ্যরাত পর্যন্ত কাজ করে সিগনালিং সিস্টেম ঠিক করেছে। ফলে রোববার সকাল থেকে মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে।

শনিবার সকাল ৯টা ২৩ মিনিট থেকে ৯টা ৪৯ মিনিট পর্যন্ত ট্রেনের দরজা বিকল ও দুপুর ১টা ৩৩ মিনিট থেকে ২টা ৬ মিনিট পর্যন্ত সিগনালিং সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল সেবা বন্ধ ছিল।

রোববার উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

এ সম্পর্কিত আরও খবর