চাঁদপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2025-01-24 17:30:36

চাঁদপুরের কচুয়ায় গাঁজা, ফেন্সিডিলস ও মদসহ ইয়াছিন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভূঁইয়ারা পশ্চিম পাড়া মহিনের নতুন বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইয়াছিন ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামের মো. মহিন মিয়ার ছেলে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিম মাদকসহ ইয়াছিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি এম আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত ইয়াছিনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল,২ বোতল বিদেশী মদ ও ৮ টি প্যাকেটে মোট ১৫ কেজি কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর