চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট রেলস্টেশন এলাকার রেললাইন থেকে রাজন দত্ত (৩৭) নামে এক শিক্ষকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ধলঘাট রেলস্টেশনের উত্তর দিকে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়দের ধারণা, ভোর থেকে সকালের কোনো একসময় চট্টগ্রাম-কক্সবাজারগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত রাজন দত্ত ওই এলাকার মিলন দত্তের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ধলঘাট এপেক্স নামে একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন।
চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (ইনচার্জ) আবুল কাশেম বলেন, পটিয়ার ধলঘাট এলাকায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।