বিজিবির অভিযানে ৬ ভারতীয় মহিষ আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2025-01-24 12:59:42

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল দেন। অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদিপশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় বিজিবি নিয়মিত বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করে।

বিজিবির একটি বিশেষ টহলদল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সীমান্ত পিলার ১৯/৫-এস হতে আনুমানিক ১৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় অবৈধ ও চোরাচালানের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৬টি ভারতীয় মহিষ আটক করা হয়। আটককৃত মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা তৎপর রয়েছে। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর