রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-01-24 12:47:23

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৪৩২ গ্রাম গাঁজা, ৯১২১ পিস ইয়াবা ও ৫০ গ্রাম ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের নামে থানায় ১১টি মামলা হয়েছে বলেও জাননো হয়।

এ সম্পর্কিত আরও খবর